1. [email protected] : khashhashil :

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটি শব্দমূলে নির্ভর করছে একটি উন্নত আদর্শ সু-প্রতিষ্ঠিত ব্যক্তির পরিচয় । একজন সু-শিক্ষিত ব্যক্তিত্ব পরিচিতি লাভ করতে চাইলে প্রথমেই প্রয়োজন অধ্যবসায়, ইচ্ছাশক্তি এবং সুশৃংখল জীবন অর্থাৎ যেখানে থাকবে আত্মত্যাগ, সংযম এবং নীতিবোধ সম্পন্ন ব্যক্তিত্বের প্রকাশ। একমাত্র শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। ব্যক্তির মধ্যে রচনা করতে পারে সঠিক মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার ভিত তৈরি করতে। ছোট চারা গাছ যেমন পর্যাপ্ত যত্নে পরিণত গাছে পরিগণিত হয় ঠিক তেমনি মূল শিক্ষার বৃদ্ধি পায় তখনই যখন শিক্ষার প্রকৃত অর্থ ব্যক্তির মধ্যে মূল্যবোধের পরিচয় প্রকাশ করে। ব্যক্তি পরিপূর্ণ শিক্ষার আলোয় নিজেকে সুপ্ত প্রতিভায় বিকাশ ঘটিয়ে প্রস্ফুটিত হয় এবং বিশ্বের মাঝে নিজেকে পরিচিতি লাভে সক্ষম হয়।
শুধু তাই নয়, ঝরে পড়া, অবহেলায়, উদাসীনতায়, অসচেতনতার বেড়াজাল ভেঙে যারা প্রকৃত শিক্ষা জন্য প্রাণপাত করে, শিক্ষাকে ধারণ করতে চায়, বিকীর্ণ করতে চায় সে সমস্ত বিষয় চিন্তা করে আমাদের প্রয়াস । এই পরিপ্রেক্ষিতে বলতেই পারি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় বর্তমানে সরকারের লালিত স্বপ্নে আমরাও স্বপ্ন গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী । তাই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন, মানসম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের যে প্রেরণা লাভ করেছি তা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতেই এই ওয়েবসাইটের মাধ্যম গ্রহণ। প্রতিষ্ঠানের এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ছবি, তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা কার্যক্রমসমূহ (বার্ষিক ক্রীড়া, সেমিনার, প্রশিক্ষণ, কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, শিক্ষাসফর, খেলাধুলা, দেয়ালিকা প্রকাশ, গ্রন্থাগার, সৃজনশীলতা চর্চা সহ অন্যান্য আনুষ্ঠানিক দিবসসমূহ সহ) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে যেন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রিয় প্রতিষ্ঠান খাস হাসিল উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলকে পরিচিত করতে পারি। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সু-সম্পর্ক তৈরি করতে এমনকি যারা প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী সর্বদা সৎ পরামর্শ মানসম্মত শিক্ষার করণীয় পরামর্শ, শিক্ষার্থীদের নৈতিক গুণে গুণান্বিত করার অনুপ্রেরণা, দক্ষ ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠার আর্থিক সহযোগিতা ছাড়াও স্কুল ম্যানেজিং কমিটি স্থানীয় ব্যক্তিবর্গের পরোক্ষভাবে আমাদের এই সমর্থন ওয়েবসাইটকে সর্বত্র ছড়িয়ে দিতেই কর্ম প্রয়াস । ওয়েবসাইট খোলার মাধ্যমে বিদ্যালয়ের মানসম্মত শিক্ষার বৃদ্ধি, অগ্রগতির উন্নয়ন, তথ্য এবং প্রতিষ্ঠানকে আরো প্রগতিশীল করে তুলবে এই আমাদের প্রত্যাশা ।

যোগাযোগ

পরিচালক : 01716559493

প্রধান শিক্ষক : 01712881472

উপজেলা :জামালপুর সদর

জেলা : জামালপুর

© All rights reserved © 2022 Khashhashil

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Saic Group