1. [email protected] : khashhashil :

নবম শ্রেণির সিলেবাস

খাস হাসিল উচ্চ বিদ্যালয়

পাঠ্যক্রম সিলেবাস-২০২৩ইং

পাঠ্যক্রম সিলেবাস : ৯ম শ্রেণি-২০২৩ইং

বিষয়ঃ বাংলা ১ম পত্র
*প্রশ্নের ধারা ও মানবণ্টন ঃ ১০০
সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর-১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর-১।
সৃজনশীল প্রশ্নঃ ১১টি (গদ্য থেকে ৪টি, পদ্য থেকে ৪টি এবং সহপাঠ থেকে ৩টি প্রশ্ন থাকবে। প্রতি অংশ থেকে নূন্যতম ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্নঃ ৩০টি (গদ্য থেকে ১০টি, কবিতা থেকে ১০টি এবং সহপাঠ থেকে ১০টি) প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১ম সাময়িক পরিক্ষা
গদ্যাংশ পদ্যাংশ
১। সুভা ১। বঙ্গবাণী
২। বই পড়া ২। কপোতাক্ষ নদ
৩। অভাগীর সর্গ ৩। জীবন সংগীত
৪। পল্লী সাহিত্য ৪। জুতা আবিষ্কার
৫। আম-আটির ভেপু ৫। ঝর্নার গান
আনন্দ পাঠ ঃ- (১) উপন্যাস ঃ- কাক তাডুয়া (৯-২১) পৃষ্ঠা।
(২) নাটকঃ- বহিপীর (৪১-৫৩) পৃষ্ঠা।

২য় সাময়িক পরিক্ষা
গদ্যাংশ পদ্যাংশ
১। মানুষ মুহাম্মদ (স:) ১। মানুষ
২। নিমগাছ ২। সেই দিন এই মাঠ
৩। উপক্ষিত শক্তির উদ্ধোধন ৩। পল্লী জননী
৪। শিক্ষা ও মনুষ্যত্ব ৪। আশা
৫। প্রবাসী বন্ধু ৫। আমি কোন আগস্তুক নই
আনন্দ পাঠ ঃ- (১) উপন্যাস ঃ- কাক তাড়ুয়া (২২-৩২) পৃষ্ঠা।
(২) নাটকঃ- বহিপীর (৫৪-৬৬) পৃষ্ঠা।

বার্ষিক পরিক্ষা
গদ্যাংশ পদ্যাংশ
১। মমতাদি ১। রানার
২। পয়লা বৈশাখ ২। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
৩। একাত্তরের দিনগুলো ৩। আমার পরিচয়
৪। সাহিত্যের রূপ ও রীতি ৪। স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো
৫। নিয়তি ৫। সাহসী জননী বাংলা
আনন্দ পাঠ ঃ- (১) উপন্যাস ঃ- কাক তাড়ুয়া (সম্পূর্ণ)
(২) নাটকঃ- বহিপীর (সম্পূর্ণ)

বিষয়ঃ বাংলা ২য় পত্র
*প্রশ্নের ধারা ও মানবণ্টন ঃ ১০০
রচনামূলক অংশের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
রচনামূলক প্রশ্নঃ-
১। অনুচ্ছেদ রচনা (২টি প্রশ্ন থেকে ১টি) ১০
২। সারাংশ /সরামর্ম (২টি প্রশ্ন থেকে ১টি) ১০
৩। ভাবসম্প্রসারণ (২টি প্রশ্ন থেকে ১টি) ১০
৪। পত্র/দরখাস্ত/মানপত্র (২টি থেকে ১টি) ১০
৫। প্রতিবেদন প্রণয়ন (২টি থেকে ১টি) ১০
৬। প্রবন্ধ রচনা (৩টি প্রশ্ন থেকে ১টি) ২০

১ম সাময়িক পরিক্ষা
ব্যাকরণ ঃ- পরিচ্ছেদ ১ থেকে পরিচ্ছেদ ১৫ পর্যন্ত।
শিরোনামঃ- ভাষা ও বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাগযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ ও পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন, প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন, সন্ধি, শব্দ, দ্বিত্ব, নরবাচক ও নারীবাচক শব্দ।

*নির্মিত অংশ ঃ-
১। অনুচ্ছেদ ঃ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, বৈশাখি মেলা, বইমেলা।
২। সারাংশ/ সারমর্মঃ
*সারাংশঃ-
ক। এ কথা নিশ্চিত যে,………. বিশাল জনশক্তির অপচয় ঘটানো
খ। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ………. গমন বিধেয় নহে।
গ। সমাজের কাজ কেবল……………. উপলব্ধিহীন বুলি মাত্র।
ঘ। মাতৃ ¯েœহের তুলনা নাই…………. রক্ষা করিতে ব্যস্ত হয়।

 *সারমর্মঃ
ঙ। শৈশবে সদুপদেশ............ তরী না আসিলে ফিরে?
চ। কোথায় স্বর্গ?............. কুঁড়ে ঘরে।
ছ। এসেছে নতুন শিশু.............. এ আমার দৃঢ় অঙ্গীকার।
জ। আসিতেছে শুভ দিন............ আসে নব উত্থান।

৩। ভাব-সম্প্রসারণঃ
ক। অন্যায় যে করে…………… তারে তৃণসম দহে।
খ। আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
গ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়; পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
ঘ। গ্রন্থগত বিদ্যা আর……………… ধন হলে প্রয়োজন।
ঙ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভাল।
৪। পত্র/ আবেদন পত্র/ মানপত্র/ আমন্ত্রনপত্র/ সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ
ক। মাতার কাছে পুত্রের চিঠি।
খ। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রন পত্র।
গ। স্বাস্থ্য কেন্দ্রের দুদর্শার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি।
ঘ। এসএসএসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মানপত্র।
ঙ। ছুটির জন্য আবেদন পত্র।
৫। সংবাদ প্রতিবেদনঃ
ক। বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন।
খ। এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন।
৬। প্রবন্ধ রচনা ঃ-
(ক) বাংলাদেশের পর্যটন শিল্প
(খ) বাংলাদেশের উৎসব
(গ) জগদীশ চন্দ্র বসু
(ঘ) ভাষা আন্দোলন
২য় সামিয়ক পরিক্ষা
ব্যাকরণ ঃ- পরিচ্ছেদ ১৬ থেকে পরিচ্ছেদ ৩০ পর্যন্ত।
শিরোনামঃ- সংখ্যাবাচক শব্দ, শব্দের শ্রেণি বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, নির্দেশক, বচন, বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার কাল।

*নির্মিত অংশ ঃ-
১। অনুচ্ছেদ ঃ- (ক) জাদুঘর (খ) সুন্দরবন (গ) রেলগাড়ি, (ঘ) স্বাধীনতা দিবস (ঙ) জতীয় পতাকা
২। সারাংশ/ সারমর্মঃ
*সারাংশঃ-
ক। অভ্যাস ভয়ানক জিনিস……….. সব পন্ড হবে।
খ। মহা সমুদ্রের শত………………. কে বাঁধিয়া রাখিয়াছে।
গ। মানুষের মূল্য কোথায়………….. চরিত্রবান মানে এই।
ঘ। আজ কাল বিজ্ঞানের………. তিল তিল করিয়া বাড়িতেছে।
*সারমর্মঃ
ঙ। বসুমতি, কেন তুমি………… তাহে নিতান্তই ছাড়ে।
চ। ধন্য আশা কুহকিনী………… তুমি অর্বাচীন নরে।
ছ। নিখিলের এত শোভা……….. শুধু প্রেম ভালবাসাবাসি।
জ। ওরে নবীন…………………. আয়রে আমার কাঁচা।
৩। ভাব-সম্প্রসারণঃ
ক। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
খ। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না।
গ। বই কিনে কেউ দেউলিয়া হয় না।
ঘ। বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
ঙ। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
৪। পত্র/ আবেদন পত্র/ মানপত্র/ আমন্ত্রনপত্র/ সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ
ক। কন্যার কাছে পিতার চিঠি।
খ। নাগরিক সংবর্ধনা উপলক্ষ্যে আমন্ত্রন পত্র।
গ। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি।
ঘ। খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র।
ঙ। পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
৫। সংবাদ প্রতিবেদনঃ
ক। বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন।
খ। বৃক্ষরোপন বিষয়ক সংবাদ প্রতিবেদন।
গ। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন।
৬। প্রবন্ধ রচনা ঃ-
(ক) রোকেয়া সাখাওয়াত হোসেন
(খ) লঞ্চ ভ্রমনের অভিজ্ঞতা
(গ) একটি ঝড়ের রাত
(ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(ঙ) মাদকাসক্তি ও এর প্রতিকার
বার্ষিক পরিক্ষা
ব্যাকরণ ঃ- পরিচ্ছেদ ৩১ থেকে পরিচ্ছেদ ৪৩ পর্যন্ত।
শিরোনামঃ- বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য ও বিধেয়, সরল, জটিল ও যৌগিক বাক্য, কারক, বাচ্য, উক্তি, যতিচিহ্ন, বাগর্থের শ্রেণি, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়।

*নির্মিত অংশ ঃ-
১। অনুচ্ছেদ ঃ- (ক) জাতীয় সংগীত (খ) কম্পিউটার (গ) মোবাইল ফোন (ঘ) পদ্মা নদী
(ঙ) জন্মদিনের সন্ধ্যা

২। সারাংশ/ সারমর্মঃ
*সারাংশঃ-
ক। তুমি বসন্তের কোকিল………….. শীত বর্ষার কেহ নও।
খ। অভাব আছে বলিয়া…………….. সার্থকতা লাভ করিয়াছে।

 *সারমর্মঃ
ক। দৈন্য যদি আসে,.................... উর্ধ্বে দু’হাত বাড়াস।
খ। তুমি আসবে বলে................... পিতা-মাতার লাশের উপর।
প্রথম ও দ্বিতীয় সাময়িক পরিক্ষার পুনরালোচনা।

৩। ভাব-সম্প্রসারণঃ
ক। মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
খ। মেঘ দেখে কেউ…………… অন্ধকারেই ফিরে আসে।
গ। ভোগে নয়, ত্যাগেই মনুস্যত্বের বিকাশ।
ঘ। যে নদী হারায়ে……………. তারে জীর্ণ লোকাচার।
ঙ। যে সহে, সে রহে।

৪। পত্র/ আবেদন পত্র/ মানপত্র/ আমন্ত্রনপত্র/ সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ
ক। ঐতিহাসিক স্থান ভ্রমনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি।
খ। লেখকের কাছে পাঠকের চিঠি।
গ। সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন।

৫। সংবাদ প্রতিবেদনঃ
১ম ও ২য় সাময়িক পরিক্ষার পুনরালোচনা।

৬। প্রবন্ধ রচনা ঃ-
(ক) কৃষি উদ্যোক্তা
(খ) সময়ানুবর্তিতা
(গ) ক্রিকেটে বাংলাদেশ
(ঘ) কৃষি কাজে বিজ্ঞান
(ঙ) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ

Subject:- English 1st Paper

Marks distribution

Total Marks: 100

  • Seen Passage:

1. Mcq                                                 71=7

2. Answering the Question                 25=10

3. Gap filling                                       51=5

  • Unseen Passage:

4. Information transfer                        51=5

5. Summarizing                                   10

6. Table matching                               51=5

7. Re-arranging                                   81=8

8. Paragraph                                        10

9. Completing story                            10

10. Describing graph                           10

11. Letter writing                                10

12. Dialogue                                        10

                                     Total Marks =100

1st Semester Examination

  • Seen Passage:    Unit              Lesson
  • Unseen Passage: Class standard
  • Paragraph:

(a) A moonlight night

                        (b) Early rising

                        (c) Environment pollution

                        (d) An ideal student

  • Story:

(a) Robert Bruce

(b) Unity is strength

(c) Who well bell the cat

(d) Sheikhsadi

  • Graph and Chart: Class standard
  • E-mail:

(a) How to improve in English

(b) Bad effect of smoking.

(c) Importance of computer learning.

(d) Your aim in life.

(e) Inviting on cultural function.

  • Dialogue:

(a) Importance of reading newspaper.

(b) Village life and city life.

(c) How to remove illiteracy.

(d) Good and bad side of mobile phone.

(e) Importance of hygiene.

  • Note: Model Class standard

2nd Semester examination

  • Seen Passage:    Unit              Lesson
  • Unseen Passage: Class standard
  • Paragraph:

(a) A street hawker

                        (b) A tea stall

                        (c) Drug addiction

                        (d) Dowry system

                        (e) Pohela Boishakh

  • Story:

(a) A thirsty crow

(b) Kind Midas

(c) Grapes are sour

(d) A liar Cow boy

  • Graph and Chart: Class standard
  • E-mail:

(a) Thanking for hospitality.

(b) Describing about your country.

(c) Inviting on marriage ceremony.

(d) Consoling in his/ her father’s death.

  • Dialogue:

(a) About visiting a book fair.

(b) Opening a bank account.

(c) About environment pollution.

(d) Importance of learning English.

  • Note: Model Practice class standard.

Annual Exam

  • Seen Passage:    Unit              Lesson
  • Unseen Passage: Class standard
  • Paragraph:

(a) 21st February

                        (b) A railway station

                        (c) Physical exercise

                        (d) Facebook

  • Story:

(a) Ant and dove

(b) Lion and mouse

(c) Bread dividing

(d) Honest wood cutter.

  • Graph and Chart: Class standard
  • E-mail:

(a) Describing about co-curricular activities.  

(b) About visiting a book fair.

(c) Advising to attentive in study.

(d) Telling about the beauty of Bangladesh.

  • Dialogue:

(a) Importance of tree plantation.

(b) Importance of physical exercise.

(c) Importance of early rising.

(d) Importance of spoken English.

  • Note: Model Practice class standard.

Subject:- English 2nd Paper

Marks distribution

Total Marks: 100

Grammar Part-60
01Gap filling activities with clues0.510=10
02Gap filling activities without clues0.510=10
03Substitution table51=5
04Right form of verbs0.510=10
05Speech changing5
06Changing sentence10
07Completing sentence5
08Use of Suffix-prefix5
09Tag Question5
10Sentence connectors5
11Punctuation5
Writing Part-40
12C.V writing with cover letter8
13Formal letter/ E-mail10
14Paragraph10
15Writing composition12

1st Semester Examination

Basic Grammar: Parts of speech details, Number, Person, Case, Phrase, Clause, Sentence, Verb details, Sub-verb-agreement, Appropriate preposition, Voice, Degree, Tense, Suffix-prefix, Connectors, Conditional, Punctuation, Speech and (Class standard)

  • For practice: Model: Class standard.

Writing

  • C.V:
  • For computer.

(b) For asst teacher.

(c) For marketing officer.

(d) For a lab assistant.

  • E-mail:

(a) For sending money.

(b) Describing about Sundorban.

(c) Telling about S.S.C result.

(d) Advising to progress of study.

  • Paragraph:

(a) Global warming.

(b) A winter morning.

(c) Deforestation.

(d) Mobile Phone.

  • Composition:

(a) Your aim in life.

(b) Childhood memorise.

(c) Internet.

(d) Female education.

2nd  Semester Examination

Basic Grammar: 1st Semester Review.

  • For practice: Model: Class standard.

Writing

  • C.V:

(a) For the post of a medical representative. 

(b) For an accountant.

(c) For an office assistant.

(d) For a receptionist  

  • E-mail:

(a) Requesting to permit for admission.

(b) For prize giving ceremony.

(c) Describing on a cultural function.

(d) Informing what you will do after exam.

  • Paragraph:

(a) Food adulteration.

(b) Moonlit night.

(c) A street hawker.

(d) Traffic Jam.

  • Composition:

(a) Birds of Bangladesh.

(b) Newspaper.

(c) Duties of student.

(d) The season you like most.

Annual Examination

Basic Grammar: 1st and 2nd Semester Review.

  • For practice: Model: Class standard.

Writing

  • C.V:

(a) For the post of a bank manager.   

(b) For the post of Deign Engineer.

(c) For the post of News reporter.

(d) For the post of lecturer. 

  • E-mail:

(a) Congratulation on brilliant success.

(b) Thanking for hospitality.

(c) Inviting on marriage ceremony.

(d) Consoling on father’s death.

  • Paragraph:

(a) A Railway station.

(b) A school magazine.

(c) A day labourer  

(d) Victory day.

  • Composition:

(a) Student life.

(b) Using Internet.

(c) Wonders of modern science.

(d) Unemployment problem.

  • Note: All grammatical Question may be according to class standard or model question.

বিষয়ঃ গণিত

সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর-১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর-১।
সৃজনশীল প্রশ্নঃ বীজগণিত অংশ হতে ৩টি, জ্যামিতি অংশ হতে ৩টি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে ৩টি এবং পরিসংখ্যান অংশ হতে ২টি করে মোট ১১টি প্রশ্ন থাকবে।
বীজগণিত অংশ হতে ২টি, জ্যামিতি অংশ হতে ২টি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ হতে ২টি এবং পরিসংখ্যান অংশ হতে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্নঃ ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১ম সাময়িক পরিক্ষা

বীজগণিতঃ অনুশীলনীঃ- ১+৩.১+৩.৩+১২.১+১২.২+৫.১ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।
জ্যামিতিঃ অনুশীলনীঃ- ৬.১+৬.২+৬.৩+৭.১+১৪.১ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য, সম্পাদ্য।
ত্রিকোণমিতি ও পরিমিতিঃ অনুশীলনীঃ- ৯.১+১৬.১ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, সূত্র, উদাহরণ ও কাজ।
পরিসংখ্যানঃ অনুশীলনীঃ- ১৭ (১ থেকে ১২) ও ৩২৬ পৃষ্ঠা থেকে ৩৩৮ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা, সূত্র, উদাহরণ ও কাজ।

২য় সাময়িক পরিক্ষা

বীজগণিতঃ অনুশীলনীঃ- ২.১+২.২+৩.১+৩.২+৪.১+৪.২+৫.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।

জ্যামিতিঃ অনুশীলনীঃ- ৭.২+৮.১+১৪.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য ও সম্পাদ্য।

ত্রিকোণমিতি ও পরিমিতিঃ অনুশীলনীঃ- ৯.২+১০+১৬.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, সূত্র, উদাহরণ ও কাজ।

পরিসংখ্যানঃ অনুশীলনীঃ- ১৭ (১২ থেকে ১৫) ও ৩৩৮ পৃষ্ঠা থেকে ৩৪১ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা, সূত্র, উদাহরণ ও কাজ।

বার্ষিক পরিক্ষা

বীজগণিতঃ অনুশীলনীঃ- ২.১+২.২+৩.১+৩.২+৪.১+৪.২+৪.৩+১৩.১+১৩.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।
জ্যামিতিঃ অনুশীলনীঃ- ৭.১+৭.২+৮.১+৮.২+১৫ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য ও সম্পাদ্য।
ত্রিকোণমিতি ও পরিমিতিঃ অনুশীলনীঃ- ৯.১+৯.২+১৬.১+১৬.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, সূত্র, উদাহরণ ও কাজ।
পরিসংখ্যানঃ অনুশীলনীঃ- ১৭ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।

বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা

*প্রশ্নের ধারা ও মানবন্টন-১০০
সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নম্বর এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য নম্বর-১।
সৃজনশীল প্রশ্ন থাকবে ১১টি। তার মধ্যে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি। সব কয়টির উত্তর দিতে হবে।

১ম সাময়িক পরিক্ষা

১ম অধ্যায় সম্পূর্ণ।
২য় অধ্যায় সম্পূর্ণ।
৩য় অধ্যায় সম্পূর্ণ

২য় সাময়িক পরিক্ষা

৪র্থ অধ্যায় সম্পূর্ণ।
৫ম অধ্যায় সম্পূর্ণ।

বার্ষিক পরিক্ষা

প্রথম থেকে পঞ্চম অধ্যায় সম্পূর্ণ।

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পূর্ণমানঃ ৫০
শ্রেণিঃ নবম

তত্ত¡ীয় অংশঃ ২৫ নম্বর তত্ত¡ীয় অংশ: ২৫

বহুনির্বাচনী প্রশ্নঃ

মোট ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫টিরই উত্তর দিতে হবে।

ব্যবহারিক অংশঃ ২৫ (কার্যক্রম, ফলাফল উপস্থাপন)

সর্বমোট (২৫+২৫)= ৫০

১ম সাময়িক পরিক্ষা ঃ

১ম ও ২য় অধ্যায়।

২য় সাময়িক পরিক্ষা ঃ

৩য় ও ৪ র্থ অধ্যায়।

বার্ষিক পরিক্ষা

১ম, ২য় ও ৫ম অধ্যায়।

বিষয়ঃ পদার্থ বিজ্ঞান
*প্রশ্নের ধারা ও মানবন্টনঃ-১০০
তত্ত¡ীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ।

তত্ত¡ীয় অংশঃ সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ।

মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। 

ব্যবহারিক অংশঃ (একটি পরীক্ষণ)ঃ- ২৫ নম্বর (মৌখিক অভীক্ষাসহ)।

১ম সাময়িক পরিক্ষা

১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম অধ্যায়।

২য় সাময়িক পরিক্ষা

৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৪র্থ অধ্যায়।

বার্ষিক পরিক্ষা

৭ম, ৮ম, ৯ম ও ১০ম অধ্যায় এবং ১৪শ অধ্যায়।

বিষয় রসায়ন
*প্রশ্নের ধারা ও মানবন্টন-১০০
তত্ত¡ীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিন অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
তত্ত¡ীয় অংশঃ সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর-১।
৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সককয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
*ব্যবহারিক অংশঃ (একটি পরিক্ষা)
পরিক্ষাঃ যন্ত্র/ উপকরণ সংযোজন ও ব্যবহার/ সঠিক প্রক্রিয়া অনুসরন/ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ/ পর্যবেক্ষণ/ অঙ্কন/ শনাক্তকরণ/ অনুশীলনঃ ১৫ নম্বর।
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনঃ ৫ নম্বর।
মৌখিক অভীক্ষাঃ ৫ নম্বর।

বিঃদ্রঃ বিষয়গুলোতে কোন গ্রæপ বিভাজন থাকবে না। সম্পূর্ণ সিলেবাস থেকে সৃজনশীল প্রশ্ন ও
বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

১ম সাময়িক পরিক্ষা
১ম অধ্যায়ঃ রসায়নের ধারণা
২য় অধ্যায়ঃ পদার্থের অবস্থা
৩য় অধ্যায়ঃ পদার্থের গঠন
৪র্থ অধ্যায়ঃ পর্যায় সারণি

২য় সাময়িক পরিক্ষা

    ৫ম অধ্যায়ঃ রাসায়নিক বন্ধন
    ৬ষ্ঠ অধ্যায়ঃ মোলের ধারণা ও রাসায়নিক গণনা
    ৭ম অধ্যায়ঃ রাসায়নিক বিক্রিয়া
    ৮ম অধ্যায়ঃ রসায়ন ও শক্তি

বার্ষিক পরিক্ষা

    ৯ম অধ্যায়ঃ এসিড-ক্ষারক সমতা
    ১০ম অধ্যায়ঃ খনিজ সম্পদ, ধাতু-অধাতু
    ১১শ অধ্যায়ঃ খনিজ সম্পদ: জীবাশ্ম
    ৪র্থ অধ্যায়ঃ পর্যায় সারণি।

বিষয়ঃ জীববিজ্ঞান
*প্রশ্নের ধারা ও মানবন্টনঃ-১০০
তত্ত¡ীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ।
তত্ত¡ীয় অংশঃ সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ।
মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।
২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ব্যবহারিক অংশঃ (একটি পরীক্ষণ)ঃ-
*পরিক্ষাঃ যন্ত্র/ উপকরণ সংযোজন/ সঠিক প্রক্রিয়া অনুসরণ/ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ/ পর্যবেক্ষন/
অঙ্কন/ ব্যবহার।
*শনাক্তকরণ/ অনুশীলনঃ ১৫ নম্বর।
*ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনঃ ৫ নম্বর।
*মৌখিক অভীক্ষাঃ ৫ নম্বর।

১ম সাময়িক পরিক্ষা
১ম অধ্যায়ঃ জীবন পাঠ।
২য় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু।
৮ম অধ্যায়ঃ রেচন প্রক্রিয়া।
১৩শ অধ্যায়ঃ জীবের পরিবেশ।

২য় সাময়িক পরিক্ষা

    ৩য় অধ্যায়ঃ কোষ বিভাজন।
    ৪র্থ অধ্যায়ঃ জীবনী শক্তি।
    ৫ম অধ্যায়ঃ খাদ্য, পুষ্টি এবং পরিপাক (৮৪-১০৭ পৃষ্ঠা)।
    ৬ষ্ঠ অধ্যায়ঃ জীবে পরিবহন।

বার্ষিক পরিক্ষা

    ৯ম অধ্যায়ঃ দৃঢ়তা প্রদান ও চলন।
    ১০ম অধ্যায়ঃ সমন্বয়।
    ১২শ অধ্যায়ঃ জীবের বংশগতি ও বিবর্তন।
    ১৪শ অধ্যায়ঃ জীব প্রযুক্তি।

বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
*প্রশ্নের ধারা ও মানবন্টন-১০০
সৃজনশীল প্রশ্নঃ ১১টি প্রশ্ন থাকবে। ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্নঃ ৩০টি প্রশ্ন থাকবে। সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১ম সাময়িক পরিক্ষা
অধ্যায়ঃ ১ম, ২য়, ৩য়, ৪র্থ

২য় সাময়িক পরিক্ষা
অধ্যায়ঃ ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম

বার্ষিক পরিক্ষা

    অধ্যায়ঃ ১০ম, ১১তম এবং ১ম ও ২য় সাময়িক পরিক্ষার পূর্ণালোচনা।

বিষয়ঃ উচ্চতর গণিত
*প্রশ্নের ধারা ও মানবন্টনঃ পূর্ণমান-১০০
তত্ত¡ীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
তত্ত¡ীয় অংশঃ সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের ২৫ নম্বর বরাদ্দ আছে। ‘ক’ বিভাগ-বীজগণিত থেকে ৩টি, ‘খ’ বিভাগ-জ্যামিতি ও ভেক্টর থেকে ৩টি, ‘গ’-বিভাগ- ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে ২টি করে মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে নূন্যতম ১টি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ব্যবহারিক অংশঃ- একটি পরিক্ষাঃ
পরীক্ষাঃ যন্ত্র/ উপকরণ সংযোজন ও ব্যবহার/ সঠিক প্রক্রিয়া অনুসরন/ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরন/ পর্যবেক্ষন/ অঙ্কন/ শনাক্তকরন/ অনুশীলনীঃ-১৫ নম্বর।
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনঃ- ৫নম্বর।
মৌখিক অভীক্ষাঃ ৫নম্বর।

১ম সাময়িক পরিক্ষা
বীজগণিতঃ অনুশীলনীঃ- ১.১+২(১ থেকে ৭)+৫.১+৫.২+৯.১ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।
জ্যামিতি ও ভেক্টরঃ অনুশীলনীঃ- ৩.১+১১.১+১১.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য ও সম্পাদ্য।
ত্রিকোণমিতি ও সম্ভাবনাঃ অনুশীলনীঃ- ৮.১+৮.২ (১ থেকে ৬ পর্যন্ত)+১৪(১ থেকে ১৩ পর্যন্ত) এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।

২য় সাময়িক পরিক্ষা

বীজগণিতঃ অনুশীলনীঃ- ১.২+২(৮ থেকে ১৫ পর্যন্ত)+৫.৩+৫.৪+৯.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।
জ্যামিতি ও ভেক্টরঃ অনুশীলনীঃ- ৩.২+১১.৩ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য ও সম্পাদ্য।
ত্রিকোণমিতি ও সম্ভাবনাঃ অনুশীলনীঃ- ৮.২+১৪(১৪নং থেকে ১৮নং পর্যন্ত) এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।

বার্ষিক পরিক্ষা

বীজগণিতঃ অনুশীলনীঃ- ২+৭+৯.১+৯.২+১০.১+১০.২ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।
জ্যামিতি ও ভেক্টরঃ অনুশীলনীঃ- ৩.১+৩.২+৪+১১ (সম্পূর্ণ) এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, স্বীকার্য, উপপাদ্য ও সম্পাদ্য ও কাজ।
ত্রিকোণমিতি ও সম্ভাবনাঃ অনুশীলনীঃ- ৮.১+৮.২+১৪ এবং সংশ্লিষ্ট অনুশীলনীর প্রাথমিক আলোচনা, উদাহরণ ও কাজ।

বিষয়ঃ কৃষি শিক্ষা
*[প্রশ্নের ধারা ও মানবন্টন ১০ম শ্রেণির অনুরূপ] পূর্ণমান-১০০

১ম সাময়িক পরিক্ষা
১ম ও ২য় অধ্যায় সম্পূর্ণ।

২য় সাময়িক পরিক্ষা

৩য় অধ্যায় সম্পূর্ণ ও ৪র্থ অধ্যায়ের ১ম -৫ম পরিচ্ছেদ পর্যন্ত।

বার্ষিক পরিক্ষা

৪র্থ অধ্যায়ের ৬ষ্ঠ-৮ম পরিচ্ছেদ ও ৫ম অধ্যায় সম্পূর্ণ সেই সাথে ১ম ও ২য় সাময়িক পরীক্ষার পূর্ণালোচনা।

বিষয়ঃ অর্থনীতি

সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং বহুনির্বাচনী প্রশ্নের নম্বর ১।
সৃজনশীল প্রশ্নঃ ৭০ নম্বর।
পরীক্ষায় ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। 
বহুনির্বাচনী প্রশ্নঃ ৩০ নম্বর ।

পরীক্ষায় প্রশ্নপত্রে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।
সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১।

১ম সাময়িক পরিক্ষা

২য় সাময়িক পরিক্ষা

বার্ষিক পরিক্ষা

বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা

বিষয়ঃ ভূগোল

বিষয়ঃ হিসাব বিজ্ঞান
*প্রশ্নের ধারা ও মানবন্টন-পূর্ণমান-১০০

১ম সাময়িক পরিক্ষা

১ম অধ্যায়ঃ হিসাব বিজ্ঞান পরিচিতি
২য় অধ্যায়ঃ লেনদেন।
৩য় অধ্যায়ঃ দুতরফা দাখিলা পদ্ধতি।
৬ষ্ঠ অধ্যায়ঃ জাবেদা
৭ম অধ্যায়ঃ খতিয়ান (ঞ-ছক পদ্ধতি)।
৮ম অধ্যায়ঃ নগদান বই। (এক ঘরা নগদান)

২য় সাময়িক পরিক্ষা
৩য় অধ্যায়ঃ দ’তরফা দাখিলা পদ্ধতি।
৬ষ্ঠ অধ্যায়ঃ জাবেদা।
৭ম অধ্যায়ঃ খতিয়ান (চলমান জের ছক)।
৮ম অধ্যায়ঃ নগদান বই (দুই ঘরা নগদান বই)
৯ম অধ্যায়ঃ রেওয়ামিল।
১০ম অধ্যায়ঃ আর্থিক বিবরন (চূড়ান্ত হিসাব)।

বার্ষিক পরিক্ষা

১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম অধ্যায় পূর্ণাঙ্গ আলোচনা।

বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ

*প্রশ্নের ধারা ও মানবন্টনঃ- পূর্ণমান-১০০

১ম সাময়িক পরিক্ষা
অধ্যায়ঃ ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম

২য় সাময়িক পরিক্ষা
অধ্যায়ঃ ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম অধ্যায়।

বার্ষিক পরিক্ষা
অধ্যায়ঃ ১১, ১২ সহ ১ম ও ২য় সাময়িক পূর্ণালোচনা।
বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং

১ম সাময়িক পরিক্ষা
১ম অধ্যায়ঃ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন।
২য় অধ্যায়ঃ অর্থায়নের উৎস।
৩য় অধ্যায়ঃ অর্থের সময় মূল্য।
৪র্থ অধ্যায়ঃ ঝুঁকি ও অনিশ্চয়তা।
৭ম অধ্যায়ঃ শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার
৮ম অধ্যায়ঃ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং

২য় সাময়িক পরিক্ষা
৩য় অধ্যায়ঃ অর্থের সময় মূল্য।
৫ম অধ্যায়ঃ মূলধনী আয় ব্যয় প্রাক্কলন।
৬ষ্ঠ অধ্যায়ঃ মুলধন ব্যয়।
৯ম অধ্যায়ঃ ব্যাংক ব্যবসা ও তার ধরন।
১২তম অধ্যায়ঃ ব্যাংক ও গ্রাহক।
১৩তম অধ্যায়ঃ কেন্দ্রীয় ব্যাংক।

বার্ষিক পরিক্ষা

অধ্যায়ঃ ৩, ৪, ৫, ৬, ৭, ১০ এবং ১১ তম অধ্যায়।

বিষয়ঃ সাধারন বিজ্ঞান
*প্রশ্নের ধারা ও মানবন্টন-১০০
সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর-১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর-১।
সৃজনশীল প্রশ্নঃ প্রতিটি বিষয়ে ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্নঃ ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বিঃদ্রঃ বিষয়গুলোতে কোন গ্রæপ বিভাজন থাকবে না। সম্পূর্ণ সিলেবাস থেকে সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

১ম সাময়িক পরিক্ষা

    ১ম অধ্যায়ঃ উন্নতর জীবনধারা
    ২য় অধ্যায়ঃ জীবনের জন্য পানি
    ৫ম অধ্যায়ঃ দেখতে হলে আলো চাই
    ৯ম অধ্যায়ঃ দুর্যোগের সাথে বসবাস

২য় সাময়িক পরিক্ষা
৩য় অধ্যায়ঃ হৃদযন্ত্রের যত কথা
৪র্থ অধ্যায়ঃ নবজীবনের সূচনা
৮ম অধ্যায়ঃ আমাদের সম্পদ
১৪শ অধ্যায়ঃ জীবন বাঁচাতে বিজ্ঞান

বার্ষিক পরিক্ষা
৬ষ্ঠ অধ্যায়ঃ পলিমার
৭ম অধ্যায়ঃ অ¤ø, ক্ষারক ও লবণের ব্যবহার
১০ম অধ্যায়ঃ এসো বলকে জানি
১২শ অধ্যায়ঃ প্রাত্যহিক জীবনে তড়িৎ

যোগাযোগ

পরিচালক : 01716559493

প্রধান শিক্ষক : 01712881472

উপজেলা :জামালপুর সদর

জেলা : জামালপুর

© All rights reserved © 2022 Khashhashil

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Saic Group