1. [email protected] : khashhashil :

শিক্ষার্থীদের বিদ্যালয়ে “মোবাইল ফোন বহন ও ব্যবহার” না করার নোটিশ

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষক মহোদয়ের অবগত করা যাচ্ছে যে, উপর্যুক্ত সূত্রের আলোকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে প্রেরিত পত্রের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দকে বিদ্যালয়ে ”মোবাইল ফোন বহন ও ব্যবহার না করার জন্য বলা হলো”। কেউ যদি উক্ত নির্দেশনা অমান্য করে, তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষকগণ ও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। উক্ত নির্দেশনা সকলকে মেনে চলার নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে রফিকুল ইসলাম প্রধান শিক্ষক খাস হাসিল উচ্চ বিদ্যালয় ডেফুলীবাড়ী, জামালপুর সদর ।

নির্দেশক্রমে

রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক
খাস হাসিল উচ্চ বিদ্যালয়
ডেফুলীবাড়ী, জামালপুর সদর ।

যোগাযোগ

পরিচালক : 01716559493

প্রধান শিক্ষক : 01712881472

উপজেলা :জামালপুর সদর

জেলা : জামালপুর

© All rights reserved © 2022 Khashhashil

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Saic Group